জেলা তথ্য অফিসারের কার্যালয় বরগুনা এর সিটিজেন চার্টর
·গণযোগাযোগ অধিদপ্তর সরকারের তথ্য মন্ত্রণালয়ের একটি প্রচারধর্মী সেবামূলক প্রতিষ্ঠন ।
· দেশের ৬৪টি জেলা ও ৪টি উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মধ্যমে এ অধিদপ্তর সরকারের কর্মসূচী ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করা ।
·বিভিন্ন সামাজিক , অর্থনৈতিক ও স্বাস্থ্য সর্ম্পকিত ইস্যুতে আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সুর্নিদিষ্ট প্রচার কৌশল অবলম্বন করে এডভোকেসি প্রোগ্রাম বাস্তবানের মাধ্যমে এ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস জনসাধারণকে সেবা প্রদান করে থাকে ।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)